ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । যেটাকে CMS ও বলা হয়।
যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন-সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস (WordPress) প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে নিয়েছে এবং বর্তমানে বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। বর্তমানে একজন ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারে। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে ওয়ার্ডপ্রেস প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল। বর্তমানে (আগষ্ট ২০২০) ওয়ার্ডপ্রেস এর ৫.৫ সংস্করণ ৬ মিলিয়নেরও জনগণ এটি ব্যবহার করছে।
একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), এবং বিশ্বের প্রথম সারির অবস্থানে আছে। বর্তমানে ওয়ার্ডপ্রেস ৫৯.১% ব্যবহৃত CMS ।
সাধারণ কথায় ওয়ার্ডপ্রেস হচ্ছে:
- একটি ব্লগ অ্যাপ্লিকেশান
- একটি কনটেন্ট পরিচালনা মাধ্যম (সিএমএস)
- একটি অনলাইন প্রকাশ মাধ্যম
বৈশিষ্ট্য:
- সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
- ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
- প্লাগইনযা ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায়।
- ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা।
- সমবায়িত ব্লগিং সুবিধা (community blog) ।
- এছাড়াও বিনামূল্যে থিম, প্লাগইন্স পাওয়া যায়।
- কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়। অর্থাৎ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।
- ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং ব্যবহার প্রণালী খুবই সহজ, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন পদ্ধতি ব্যবহার ইত্যাদি।
- সার্চ ইঞ্জিন বান্ধব।
কেন ওয়েব সাইটে ওয়ার্ডপ্রেস ব্যবহার করব?
যদি কেউ কখনো সহজ কিছু পাই তাহলে কখনো কি কঠিনের দিকে যেতে চাই? না যেতে চাই না । আর তাই যদি আপনার ওয়েব সাইটটি খুব সহজে রক্ষণাবেক্ষন করতে চান তহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস।
☛ ওয়েবসাইট খুব সহজে রক্ষাণাবেক্ষন করা যায়।
☛ ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায়।
☛ অনক কম খরচে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন।
☛ ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েব সাইটটি অনেকটাই সুরক্ষিত।
☛ এটি এসইও বান্ধব হওয়ায় ব্যবহার অনেকটা সহজ।
☛ ওপেন সোর্স সফটওয়্যার হলেও সাপোর্ট সিসটেম অনেক বড়। খুব সহজেই সমস্যার সমাধান পাওয়া যায়।
☛ ওয়ার্ডপ্রেস নিরাপদ এবং ঝুঁকিহীন।
☛ মজবুত গ্রাহক সেবা।
আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা:
বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুয় পাওয়া অনেকটা কষ্ঠ সাধ্য। আর ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সকলেই ব্যবসার প্রসার করতে চাই।
এখন আপনি ব্যবসা করতে হলে ব্যবসার প্রতিনিধি হিসাবে আপনার ফোকাস থাকা উচিত মানুষজন যেখানে তাদের সময় ব্যয় করে অথবা জনসমাগম বেশি সেখানে। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যাতে সবাই বেশ সহজেই জানতে পারে তার সুযোগ প্রদান করে দেয় একটি ওয়েবসাইট।
একটি ওয়েবসাইট কি শুধুই একটি ভার্চুয়াল পেইজের সমাহার? না । এটি একটি প্রতিষ্ঠান বা একজন ব্যক্তির জন্য আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার মত কাজ করে। কন্টাক্ট ইনফরমেশন, কর্মীদের তথ্য, প্রদত্ত সেবা, অফার, ইত্যাদিসহ যেকোনো ধরনের তথ্য আপনার ওয়েবসাইটে দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বের কাছে খুব সহজেই আপনি বা আপনার প্রতিষ্ঠানটিকে তুলে ধরতে পারবেন।
গুগল সার্চ
আপনি যদি একটি স্থানীয় ব্যবসা পরিচালনা করে থাকেন, তাহলে আপনার ব্যবসার অবস্থানের আশেপাশের মানুষজন আপনার প্রধান কনজ্যুমার হবে। এই কাজটি আরো সহজ করে দেয় গুগল সার্চ। আপনার ব্যবসা সম্পর্কিত অধিক সার্চ করা কিওয়ার্ডে আপনার সাইট র্যাংক না করলে, চিন্তার কোনো কারণ নেই।
কোনো কনজ্যুমার যখন গুগলে কোনো নির্দিষ্ট পণ্য বা ব্যবসা সম্পর্কিত সার্চ করে, তখন ওই কনজ্যুমারের অবস্থানের উপর নির্ভর করে তার আশেপাশের ব্যবসাসমূহকে সর্বপ্রথমে সাজেস্ট করা হয় গুগল সার্চে। এর ফলে খুব সহজেই স্থানীয় ব্যবসা হিসেবে আপনি গ্রো করতে পারেন গুগল সার্চে নিজের ওয়েবসাইট এর মাধ্যমে।
ওয়ার্ডপ্রেস এর ব্যবহারকারী কারা?
ওয়েবসাইট তৈরিতে ওয়ার্ডপ্রেস এর ব্যবহার এতোটাই জনপ্রিয় যে এটা ছাড়া বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকে কল্পনাই করা যায় না। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এমন কিছু উল্লেখযোগ্য ওয়েবসাইট হলোঃ
- হোয়াইট হাউস এরঅফিশিয়াল ওয়েবসাইট
- মাইক্রোসফট এরঅফিশিয়াল ব্লগ
- আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক, বিবিসি আমেরিকা
- বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ, টেক ক্রাঞ্চ
- জনপ্রিয় শিল্পি, কেটি পেরি’র ওয়েবসাইট
- স্টার ওয়ারস এর অফিশিয়ালব্লগ
- মিউজিক লেবেল, সনি মিউজিক
- দ্যা নিউ ইয়র্ক টাইমস
- দ্যা ওয়াল্ট ডিজনি কোম্পানি
- এমটিভি নিউজ