Expressing buyers' experiences, preferences and tastes
Recent Reviews
আসলে কোর্সটি নতুনদের জন্য একটু কঠিন,আবার যদি ট্রেইনার যদি একটু দুর্বল হয় বা ভালোভাবে বোঝাতে অক্ষম হয় তবে কোর্সটি আরো কঠিন হয়ে যায়। কিন্তু এই কঠিন কোর্স কে আমি সহজ বলছি কেন….???
সহজ বলার কারণ আমার ক্ষেত্রে কোর্সটি যে কঠিন এমন ভাবার আগেই সহজ হয়ে যায়। মানে এপ্লিকেশন কোর্স যে কঠিন হয় তা আমাকে আমার ট্রেইনাররা বুঝতে দেইনি।বোঝার আগেই অফিস এপ্লিকেশন আমি আয়ত্ত করে ফেলি।
ধন্যবাদ সার্কেল আইটি কে।
সার্কেল আইটি আমাকে কোর্স এর যে মেয়াদ(৬মাস) তার আগেই কোর্সটি কমপ্লিট করে দেই এবং তা যেনতেন ভাবে না, একদম দক্ষ করে দেই।
কোর্স করার পর আমার ফুল কনফিডেন্স যে আমি নিজেই এখন এই কোর্স যে কাউকে করাইতে পারবো।
কোর্স করার আগে কয়েকটি ট্রেইনিং ছেন্টার এর সাথে যোগাযোগ করি এবং তাদের স্টুডেন্ট দের থেকে রিভিউ ও নেই। এর পর একটি ট্রেইনিং ছেন্টার এ ভর্তির জন্য ফর্ম ও সংগ্রহ করি।ততক্ষণ পর্যন্ত সার্কেল আইটি এর সাথে আমার পরিচয় ছিল না। যেইদিন ভর্তি ফর্ম জমা দিতে যাবো তার আগের রাতে আল্লাহর দয়ায় জহির ভাইয়ের অফিস এপ্লিকেশন কোর্স সম্পর্কে অবগত হয় এবং তার সাথে দেখা করি। আসলে আমি বলে বোঝাতে পারবো না যে তিনি কতটা আন্তরিক। তো তার সাথে যোগাযোগ এর পর দেখলাম সার্কেল আইটি অন্যান্য ট্রেইনিং সেন্টার এর থেকে একটু ভিন্ন। আর এই ভিন্নতা যে কাউকেই আকৃষ্ট করবে। পরিশেষে তাদের কোর্স প্ল্যান দেখে সল্প খরচে ভর্তি হয়ে গেলাম । ভর্তির পরে সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রেইনার এর আন্তরিকতা,, ট্রেইনার একেবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছে। আমার আব্বু একটি কথা বলে যে “যে ক্লাসে বোর্ড ছাড়া শেখানো হয় সেখানে কোনো কিছুই শেখা যায় না”।
আব্বুর এই কথা শুনে আমি মনে মনে বলছিলাম যে সব ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কম্পিউটার এর ক্ষেত্রে কী বোর্ড লাগে নাকি…!🤨
পরবর্তীতে আব্বুর কথার মর্ম বুঝলাম,,আসলেই ক্লাস যত ডিজিটাল মাধ্যম এর হউক না কেন বোর্ড লাগবেই,,উদাহরণ স্বরূপ এখন কার অনলাইন ক্লাস গুলোও কিন্তু বোর্ড এর মাধ্যমেই হয়। তো সার্কেল আইটি তে এই সুযোগ টি ছিল। কম্পিউটার এর পাশাপাশি খুবই সুন্দর ভাবে বোর্ডে ভাই বিষয়গুলো বুঝিয়ে দিতেন যা আমার জন্য খুবই উপকারী ছিলো।
সার্কেল আইটি এর আর একটা ভালো দিক ছিলো যে ক্লাস টাইম এর বাইরেও যদি কোনো সমস্যায় আটকিয়ে যায় তার ও সমাধান এর ব্যবস্থা ছিল। এছাড়া আরো একটি মজার বিষয় হলো আমরা অনেকেই ভাবি যে কম্পিউটার না হয় শিখলাম কিন্তু বাসায় তো পিসি নাই কিভাবে প্রেকটিস করবো…??
এরও সমাধান সার্কেল আইটির কাছে আছে,,ক্লাস টাইমের বাইরে যেকোনো সময় এসে প্রেকটিস করার সুবিধা স্টুডেন্ট দের জন্য উন্মুক্ত ছিলো। জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার। এত সুবিধা কিভাবে দেয়া সম্ভব।।
পরিশেষে উপলব্ধি একটায় সমস্যা হবার আগেই সমাধান করে দেয়ার জন্য সার্কেল আইটি বেস্ট আর এই বৈশিষ্ট্যের জন্যই আমি এতটা সহজে কোর্স কমপ্লিট করতে পেরেছি।
শুধু ধন্যবাদ বলাটা সার্কেল আইটি প্রদত্ত সুবিধার থেকে কম হয়ে যাবে তারপরেও আবারও সার্কেল আইটিকে ধন্যবাদ সেই সাথে সার্কেল আইটি এর সকল ট্রেইনার কে ধন্যবাদ এবং বিশেষ বিশেষ করে শামসুজ্জামান জহির ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন 🥰
ভাই সালাম নিবেন, আপনাদের সেবায় আমি কৃতজ্ঞ…..
https://droneplacebd.com/ এটি আমার ব্যবসায়িব প্রতিষ্ঠান । আমি ঢাকায় থাকি কিন্তু CITNBD এর সাথে আমার এভায়ের মাধ্যমে পরিচয় হয় । তার পরে ওয়েবের বিষয়ে কথা হয়েছে।
CITNBD আমার কাজ শেষ করেও আমাকে সার্পোট দিয়ে যাচ্ছে। সার্ভস ও সার্পোট নিয়ে আমি সন্তুষ্ঠ।
ধন্যবাদ CITNBD কে
Thank you, I am very pleased about your service, I am happy to set your service.
CITNBD একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এটি সুনিয়ন্ত্রিত ভাবে এবং সুপরিকল্পিত ভাবে কার্যক্রম পরিচালানা করে। চাকরির আবেদন,ওয়েবডিজাইন, আমার প্রাইভেট হোমের প্রশ্ন তৈরি সহ যাবতীয় কাজে আমি এই প্রতিষ্ঠানের নিয়মিত সাহায্য পার্থী। CITNBD এর উত্তরোত্তর উন্নতি ও সাফাল্য কামনা করি।
আমার ওয়েব লিংক www.cleansbuy.com এই ওয়েবসাইটটি আমি CITNBD এর থেকে ডোমেইন হোস্টিং সহ তৈরি করে নিয়েছি। সাইটের ডিজাইন এবং সম্পুর্ণ ডেভলপ যেভাবে করেছে তাতে আমি অনেক খুসি। আমার যত কাস্টোমার সাইটটি দেখেছে সবাই এটার প্রসংশা করেছে।
আর এজন্য “CITNBD” অনেক ধন্যবাদ।
Trusted web agency of Bangladesh. I believe CITNBD will give you their best service.
My web https://droneflybd.com/ has made me design a lot like myself. I like this design and service a lot.
Thanks, CITNBD
আলহামদুলিল্লাহ আমার লগো টা অনেক সুন্দর এবং আন্তরিক ভাবেই বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ CITNBD কে। আসা করি পরবর্তী কাজগুলোও আপনাদের দিয়ে করাবো।
Ecommerce is a large agency in Bangladesh for creating WordPress websites. Not only website creation but also free training and life time support is needed.