মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার উপায়
বর্তমানে আমরা কম-বেশি সবাই জানি যে অনলাইন থেকে টাকা আয় করা যায়। যেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই পেশাকে মুক্ত পেশা বলা হয়। যে কারণে অনেকেই এই পেশার দিকে অগ্রসর হচ্ছে। আবার অনেকে লিখা-পড়ার পাশাপাশি, চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বেছে নিয়েছে।
এই পেশায় কম্পিউটার থাকাটা বাধ্যতামূলক। তবে যাদের পিসি নেই তারা কি বসে থাকবে? অবশ্যই না, বসে থাকার কোনো প্রশ্নই আসেনা। আপনার ইচ্ছাশক্তির কাছে সব কিছু্ই হার মানতে বাধ্য।আজ আমি আপনার সাথে শেয়ার করবো আপনি কিভাবে আপনার স্মার্টফোনটি ব্যবহার করে ফ্রিল্যান্সিং শুরু করবেন? এবং কীভাবে আপনি টাকা আয় করবেন।
হয়তো বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এ কথাটা শুনে অনেকেরই হাসি পাচ্ছে । ভাবছেন আসলেই কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব? আর মোবাইল দিয়ে করার মতো কি কাজই বা আছে?
জানতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টাট পড়ুনঃ
মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর যেসব কাজ করতে পারবেন তা নিম্নরুপ:
১। সোশ্যাল মিডিয়া ম্যানেজারঃ
মনে করেন আপনি একটি কম্পিউটার বা মোবাইল ফোন কিনবেন। এখন আপনি কি হুট করেই আপনার কম্পিউটার বা মোবাইল ফোনটি কিনতে চলে যাবেন? না আপনি প্রথমে কোনো একটা মার্কেটের যেসব দোকান মোবাইল বা কম্পিউটার বিক্রয় করে তাদের ফেসবুক পেইজ খুজে বের করবেন। তারপরে তাদের ম্যাসেজ দিয়ে জানতে চাইবেন আপনি যে মোবাইল বা কম্পিউটারটি খুজছেন সেটি তাদের কাছে আছে কিনা, তার দাম কত আর এটার কোনো অফার চলছে কিনা। এইভাবে আপনি বেশ কিছু দোকান যাচাই বাচাই করবেন। তারপরে যাদের সাথে আপনার মতের সাথে মিল রয়েছে তাদের কাছে গিয়ে আপনার পণ্যটি কিনবেন।
একবার ভেবে দেখুন তো, আপনি যে দোকানের ফেসবুক পেইজে মেসেজ দিয়েছেন আর সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে গেলেন। এই কাজটি কে করে থাকে? দোকানের মালিক? অবশ্যই নয়, তার এত সময় কোথায়। কাজ যিনি করেন তাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয়। তবে অনেকেই হয়তো ভাববে, এই কাজ করে কি টাকা আয় করা যায়? বিশ্বাস না হলে দেখে আসুন ফাইভার থেকে।
https://bit.ly/fiverr-social-media-manager
সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে যে শুধুমাত্র পেইজের রিপ্লাই দেওয়া বুঝায় এমনটি নয় কিন্তু। পেইজে প্রতিনিয়ত পোস্ট করা, ছবি শেয়ার করা, বিজনেস সম্পর্কে বিভিন্ন আপডেট দেওয়া ইত্যাদিই হল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ। ফেসবুক ছাড়াও টুইটার, ইন্সটাগ্রাম, লিংকডইনেও সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর প্রয়োজন হয়। আর এই কাজ গুলো অতি সহজেই মোবাইল দিয়ে আপনি করতে পারেন। ফেসবুকের জন্য তো আলাদা একটি অ্যাপই রয়েছে ফেসবুক পেইজ ম্যানেজার নামে।
২। কন্টেন্ট রাইটিংঃ
আপনারা হয়তো অনেকেই লিখালিখি পছন্দ করেন। তবে সবচেয়ে বেশি মোবাইল দিয়ে লিখালিখি করে থাকেন। আর মোবাইল দিয়ে লেখালিখি করেছেন, বাংলায়, ইংরেজিতে এমনকি বাংলিশেও। কখনো কি আপনার মনে হয়েছে এ কাজের জন্যেও কেও টাকা দিবে? মোবাইল দিয়ে যে কাজ গুলো করা যায় তার মধ্যে অন্যতম হল কন্টেন্ট রাইটিং । আর এ কাজ করেও ভালো একটা এমাউন্ট আয় করা যায়।
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করার জন্য জনপ্রিয় কিছু Apps নিচে দেওয়া হলঃ
এসব অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই বাংলায় বা ইংরেজিতে নিজের মনের কথা লিখতে পারবেন এবং সেগুলোকে বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন।
৩। গ্রাফিক্স ডিজাইনঃ
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কথাটি শুনে অবাক হলেও বর্তমানে এমন কিছু মোবাইল অ্যাপস রয়েছে যেগুলা দিয়ে মোটামুটি লেভেলের ডিজাইন করতে পারবেন। এসব অ্যাপস গুলোর ব্যবহার অত্যন্ত সোজা, এক-দুই বার দেখলে যে কেওই পারবে। যেমনঃ
এসব অ্যাপস দিয়ে আপনি খুব সুন্দর ভাবে বিভিন্ন ছবি এডিট ছাড়াও অনেক প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের জন্য, শুরু করে দিন ডিজাইনিং।
৪। ওয়েব ডিজাইনঃ
একটি ওয়েবসাইট ডিজাইনের প্রথম শর্ত হলো আপনাকে HTML ও CSS জানতে হবে। মোবাইল দিয়ে আপনি অতি সহজেই এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারবেন। তবে এডভান্স লেভেলে যাওয়ার জন্য অবশ্যই পিসি প্রয়োজন হবে। দেখে নিন কোথা থেকে শিখতে পারবেন,
এই ওয়েবসাইট গুলো থেকে অতিসহজেই ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন। কিন্তু প্র্যাক্টিস করবেন কোথায়? কোন চিন্তা নেই। তার জন্যও রয়েছে বিভিন্ন অ্যাপস, প্লেস্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। যেমনঃ
- Programming Hero
- Solo Learn
- Web Development Made Easy
৫। ভার্চুয়াল এসিস্ট্যান্টঃ
বিভিন্ন অফিসে যেমন এসিস্ট্যান্ট এর প্রয়োজন পড়ে তেমনি অনলাইনেও কিন্তু বিভিন্ন কাজের জন্য এসিস্ট্যান্ট প্রয়োজন হয়। তাদেরকে মূলত বিভিন্ন ফোন কল করা, ইমেইল পাঠানো, ডাটা এন্ট্রি ইত্যাদির কাজ করতে হয়। দেখে আসুন এই সামান্য কিছু কাজ করেও মানুষ প্রতিদিন কত টাকা ইনকাম করছে।
https://bit.ly/fiver-virtual-assistant
সর্বশেষে বলা যাই, ফ্রিল্যান্সিং করার জন্য আপনার ইচ্ছেশক্তিটাই প্রয়োজন। আর ইচ্ছে থাকলে যেকোনো কাজেই আপনি সফল হতে পারবেন।
তোর আর কম্পিউটারের জন্য অপেক্ষা নয়, এখন মোবাইল দিয়েও আপনি টাকা আয় করতে পারেন। তাই আজ থেকে আর বসে থাকা নয়, শুরু করে দিন ফ্রিল্যান্সিং আপনার মোবাইল দিয়েই।
মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যার এর প্রশিক্ষণ নিতে আজই ফ্রি রেজিষ্ট্রেশন করুন:
রেজি লিংক: https://forms.gle/xVXK5ao6rZhkh7Qj7
আরো বিস্তারিত জানতে আজই জয়েন করুন আমাদের গ্রুপে।