You are currently viewing ৯ম-১০ম শ্রেণির আইসিটি ২য় অধ্যায় (কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা)
২য় অধ্যায় (কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা)

৯ম-১০ম শ্রেণির আইসিটি ২য় অধ্যায় (কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা)

৯ম-১০ম শ্রেণির আইসিটি ২য় অধ্যায় (Chapter 2)  কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এ বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

১। ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কী করে?

উত্তরঃ ক্ষতি

২। VIRUS শব্দের মানে কী?

উত্তরঃ Vital Information and Resources Under Siege

৩। VIRUS শব্দের অর্থ কী?

উত্তরঃ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা

৪। কত সালে VIRUS শব্দের নামকরণ করা হয়?

উত্তরঃ ১৯৮০

৫। Fred Cohen কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?

উত্তরঃ University of New Haven

৬। VIRUS শব্দের নামকরণ করেন কে?

উত্তরঃ Fred Cohen

৭। ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয়?

উত্তরঃ মেমোরিতে

৮। ভাইরাস সংক্রমন থেকে সিস্টেমকে রক্ষা করতে কী ব্যবহার করতে হয়?

উত্তরঃ এন্টিভাইরাস ইউটিলিটি

৯। আজকাল প্রায় প্রত্যেক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থায় কী দেওয়া থাকে?

উত্তরঃ অ্যান্টিভাইরাস

১০। কম্পিউটার সর্বদা এন্টিভাইরাস Update রাখতে হয় কেন?

উত্তরঃ সতর্কতামূলক বার্তা দেখে ভাইরাস ক্লিন করতে

১১। গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় যে তালা দিতে হয় তার নাম কী?

উত্তরঃ পাসওয়ার্ড

১২। আমাদের যন্ত্রের সফটওয়্যারসমূহ রক্ষা করতে কিসের বিকল্প নেই?

উত্তরঃ পাসওয়ার্ডের

১৩। মৌলিক পাসওয়ার্ড তৈরির নিয়ম কোনটি?

উত্তরঃ সংখ্যা, চিহ্ণ ও শব্দ একত্রে ব্যবহার করা

১৪। আইসিটি যন্ত্রে কখন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়?

উত্তরঃ অনলাইনে যুক্ত হলে

১৫। সাধারণ ও ই-মেইল সাইটগুলোতে কোন ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে?

উত্তরঃ একাউন্ট হ্যাক

১৬। সাধারণ ওয়েবসাইট ব্যবহারের সময় কোনটি প্রয়োজন?

উত্তরঃ সতর্ক থাকা

১৭। সামাজিক যোগাযোগ সাইটে কাদের বাড়তি সতর্কতা নেওয়া জরুরি?

উত্তরঃ মেয়েদের

১৮। স্কুল, সাইবার ক্যাফেতে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করার পর কী করতে হয়?

উত্তরঃ সাইন আউট

১৯। আসক্তি শব্দটা কীরূপ?

উত্তরঃ ভীতিকর

২০। মাদকে আসক্ত হয়ে গেলে জীবনে কেমন হয়ে যায়?

উত্তরঃ ছারখার হয়ে যায়

 

২১। ফেসবুক কী ধরনের নেটওয়ার্ক?

উত্তরঃ সামাজিক

২২। কম্পিউটার গেম এক ধরনের কী?

উত্তরঃ বিনোদন

২৩। কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থের জন্য শিশু সন্তানকে বিক্রয় করেছিল?

উত্তরঃ চীন

২৪। কম্পিউটার গেমে আসক্ত তীব্র একজন মানুষের কোথায় বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়?

উত্তরঃ মাথায়

২৫। সামাজিক যোগাযোগ সাইটগুলো এখন কারা ব্যবহার করে?

উত্তরঃ সব বয়সী মানুষ

২৬। নিজেকে প্রকাশ বা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্খাকে মনোবিজ্ঞানীদের ভাষায় কী বলে?

উত্তরঃ Narcissism

২৭। কম্পিউটার গেম খেললে কী পাওয়া যাবে?

উত্তরঃ খেলার আনন্দ

২৮। যারা কম্পিউটার গেম খেলে, খেলতে বসলে তাদের ভেতর কী ভর করে?

উত্তরঃ অস্বাভাবিক উত্তেজনা

২৯। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে যোগাযোগ সাইটকে কী করে ফেলার অভ্যাস করতে হবে?

উত্তরঃ Deactivate

৩০। জীবনের প্রতিটি মুহূর্ত কী?

উত্তরঃ শর্তহীন

৩১। ‘কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হলে কপিরাইট বিঘ্নিত হয়’- একে কী বলে?

উত্তরঃ পাইরেসি

৩২। BSA এর পূর্ণরূপ কী?

উত্তরঃ বিজনেস সফটওয়্যার এলায়েন্স

৩৩। বাংলাদেশে সফটওয়্যার পাইরেসী কী?

উত্তরঃ নিষিদ্ধ

৩৪। কোনো সৃষ্টকর্মের বাণিজ্যিক মূল্য কে পায়?

উত্তরঃ সৃষ্টকর্মের স্রষ্টা

৩৫। কাদের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন ২০০৯ নামে একটি আইন চালু হয়েছে?

উত্তরঃ জনগণের

৩৬। তথ্য অধিকারের ফলে জনগণের যেকোনো বিষয়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে?

উত্তরঃ সহজ হয়েছে

৩৭। ইলেকট্রনিক যন্ত্রের জটিল সমস্যার ক্ষেত্রে কাদের দিয়ে ঠিক করাতে হয়?

উত্তরঃ অভিজ্ঞদের

৩৮। ম্যানুয়াল অর্থ কী?

উত্তরঃ ব্যবহার নির্দেশিকা

৩৯। কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে?

উত্তরঃ ম্যানুয়াল অংশে

৪০। ট্রাবলশুটিং কথাটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে?

উত্তরঃ হার্ডওয়্যার

 

Download Link

Leave a Reply